নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি অভিযোগ করেছেন, ইরান কর্তৃপক্ষ ‘গণহত্যা’ আড়াল করতে পরিকল্পিতভাবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। তিনি এ বিষয়ে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এবাদি লিখেছেন, “ইরান এখন একটি সংগঠিত নীরবতার মধ্যে রয়েছে। ইন্টারনেট বন্ধ, যোগাযোগ ব্যবস্থা অচল, সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং গণমাধ্যম বন্ধ করা মানে হলো সরকার নীরবে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং পরে তার সব চিহ্ন মুছে ফেলতে চায়।”

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবাদি উল্লেখ করেন, গত ৮ ও ৯ জানুয়ারি টানা দুই রাতে অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। তিনি বলেন,“এটি কেবল মৃত্যুর সংখ্যা নয়, সহিংসতার ধরনও অত্যন্ত উদ্বেগজনক। এটি একটি সংগঠিত হত্যাকাণ্ড; ইন্টারনেট বন্ধ রেখে সরাসরি গুলি চালানো হয়েছে।”

শিরিন এবাদি অবিলম্বে ইন্টারনেট পুনঃসচল, স্বাধীন আন্তর্জাতিক তদন্ত, এবং দায়ীদের শনাক্ত করে তাদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

Share.
Leave A Reply

Exit mobile version