ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় একটি স্কুলভবন ধসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। রোববার দুপুরে সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল এবং এর সংলগ্ন আরেকটি ভবন ধসে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস) জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৮ জন। বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও জানান, ধ্বংসস্তূপের প্রায় ৬০ শতাংশ সরানো হয়েছে। তবে ধসে পড়া দুটি ভবনের ধ্বংসাবশেষ একাকার হয়ে যাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি) জানিয়েছে, নিহতের সংখ্যা ৪৫ এবং আহতের সংখ্যা ১০৪। এর মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন ধসের সময় কয়েক শ’ কিশোর শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল। স্কুলটির শিক্ষকদের দাবি, ভবনের ছাদে নতুন তলা নির্মাণের কাজ চলছিল। কিন্তু স্কুল ভবনটির ভিত্তি অতিরিক্ত তলার ভার বহনে অক্ষম ছিল। কর্তৃপক্ষ বিষয়টি উপেক্ষা করায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি