রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূইয়াকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) ভোরে গুলশানের ১১৮ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।
ব্যারিস্টার আহসান হাবীব ভুইয়া আওয়ামী লীগ নেতা এম এ সাত্তার ভুইয়ার ছেলে।
ডিএমপির গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, গ্রেফতার হওয়া আহসান হাবিব ভূঁইয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক। তাকে গ্রেফতারের পর সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে। আমরা তার বিরুদ্ধে রিমান্ড চাইবো।