বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে বইমেলা–২০২৬ শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়, ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় অনুযায়ী মেলার সার্বিক আয়োজন ও প্রস্তুতি গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। এ ছাড়া বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

Share.
Leave A Reply

Exit mobile version