ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।
শনিবার (৮ মার্চ) রাত ১১ টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্মে প্রবেশ করলে ট্রেনটি লাইনচ্যুত হয়।
জানা যায়, চট্টগ্রাম অভিমুখী ৭২২ মহানগর এক্সপ্রেসটি ডাউন লাইন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আসে। এসময় ১ নম্বর প্লাট ফর্মের প্রবেশ মুহুর্তেই ট্রেনের ঝ বগির ট্রলি ডিসপ্লেস হয়ে মধ্যভাগের দুটি চাকা লাইন থেকে সড়ে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনার পর ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে আছে।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকিল জাহান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাউন পথের ১নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ট্রেনটি লাইনচ্যুত অবস্থায়ই ছিল।