‘বাবুরাম সাপুড়ে’ দিয়ে দর্শক ও মঞ্চ মাতিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জানিয়েছেন যে, আপাতত তিনি বিয়ে নিয়ে ভাবছেন না।
পোস্ট দিয়ে মিলা ইসলাম লিখেছেন, ‘একটি ইন্টারভিউতে প্রশ্ন করায় আমি মজার ছলে প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এটা সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নেই। দেখলাম বিভিন্ন গণমাধ্যমে বিয়ে প্রসঙ্গে বলা অংশটুকু শিরোনাম করছেন।’
আপাতত তিনি বিয়ে নিয়ে ভাবছেন না উল্লেখ করে বলেন, ‘আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি। যখন ভাববো আপনাদের জানিয়ে বিয়ে করব।’
‘নতুন অনেক কাজ করছি ও অনেক কনসার্ট করছি, আশা করবো আমার জন্যে বিবাহের দোয়া না করে আমার ক্যারিয়ার এর জন্যে শুভকামনা দিবেন এবং সকল সাংবাদিকদের অনুরোধ করবো কথা না বলে এমন প্রসঙ্গ উপস্থাপন না করার।’
শেষে বলেন, ‘সেই সমস্ত যোগ্য ছেলেদের জন্য আমি খুবই দুঃখিত, যারা আমাকে বিয়ের প্রস্তাব, বায়োডাটা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়েছেন। আমি আমার মনের মানুষ নিজেই খুঁজে নেব।’