ছাত্র আন্দোলন চলাকালীন ফেনীতে হত্যাকাণ্ডের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রবিউল হোসেন রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাজধানীর ডেমরা এলাকায় একটি মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিন ফেনী শহরের নাজির রোড এলাকার বাসিন্দা। তিনি ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, রবিনের বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে ফেনী শহরে কিশোর গ্যাংয়ের নেতৃত্বসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, রবিন গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি হত্যা মামলায় এজাহারনামীয় আসামি। তাকে আনার জন্য আমাদের একটি টিম ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।