গাজীপুরের কালিয়াকৈরের হিজলহাটি এলাকার সাউদার্ন নিটওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিকেএমইএ’র সদস্য কারখানা।
কারখানার ট্রেড ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, শারীরিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে বেশ কয়েকদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছিলেন সাধারণ শ্রমিকরা। এই বিরোধ ক্রমে চরমে পৌঁছায়, যার ফলে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) শ্রমিকরা সব কার্যক্রম বন্ধ রেখে বেআইনি ধর্মঘটে অংশ নেন। এতে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি শান্ত করতে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিকেএমইএর প্রতিনিধি দল তিন দফায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। তবে কোনো সমাধানে না পৌঁছানোয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের নিরাপত্তা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।