রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। কিন্তু এসময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের তিরস্কার করেন।

সোমবার (২২ জুলাই) সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার মাইলস্টোন কলেজে আসেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বেলা পৌনে ১১টার দিকে তারা ফিরে আসতে গেলে শিক্ষার্থীরা পেছন থেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা এ দুজন উপদেষ্টাকে একপ্রকার ঘিরে ধরেন। উপদেষ্টা আসিফ নজরুল মাঠের কোনে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে আসিফ নজরুল কলেজের ৫ নম্বর ভবনের দিকে আসেন। তখনো শিক্ষার্থীরা পেছন থেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

এ সময় আসিফ নজরুলসহ শিক্ষকরা ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে প্রবেশ করেন। সভাকক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষের পাশে। পরে সভাকক্ষে ৫-৭ জন শিক্ষার্থী প্রতিনিধিকে নেওয়া হয় আলোচনার জন্য। এ সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়।

এদিকে, আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা কলেজ ভবনের ভেতরে আছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে হাজার হাজার শিক্ষার্থী কলেজের ভেতরে প্রবেশ করেন। তারা কলেজ মাঠসহ কলেজের পাঁচ নাম্বার ভবন ঘিরে ফেলেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version