নেত্রকোনার মদন উপজেলায় বিএনপি নেতাদের সাথে অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত নেতা হলেন, শামছুল হক চ্যাম্পিয়ন। তিনি মদন উপজেলার ২নং চানগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য ও চানগাঁও চকপাড়া গ্রামের মৃত আবু চাঁনের ছেলে।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মদন উপজেলা যুবদলের এক জরুরি সভায় যুবদল নেতা শামছুল হক চ্যাম্পিয়নকে যুবদল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল গণমাধ্যমকে বলেন, শামছুল হক চ্যাম্পিয়ন মদন পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে অসদাচরণ করায় যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমাদের এক বিশেষ সভার সিন্ধান্ত মোতাবেক শুক্রবার তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version