দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের মজলুম নিরীহ মুসলিম গণহত্যার প্রতিবাদে মিরপুর নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) মিরপুর গোল চত্বরে নাগরিক সমাজের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সমাবেশ নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক শরিফ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
উক্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনে আমাদের মসুলমান ভাইদের উপর জুলুম অত্যাচার চালিয়ে হত্যা চালিয়ে যাচ্ছে। তাদের এ নির্মম হত্যযজ্ঞ থেকে শিশু,নারী, আবাল, বৃদ্ধ বণিতাসহ নিরিহ জনতা কেহই রেহায় পাচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে আমরা কেউ আর ইসরাইলী পণ্য ব্যবহার করবো না। এখন থেকে কোক,ফান্টাসহ সকল ধরনের ইসরাইয়েলি পণ্য বর্জন এবং সরকারকে ইসরাইলি পণ্য আমদানী বন্ধের আহবান জানিয়ে দোকানদার ভাইদেরকেও ইসরাইলি পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ জানানো হয়।