থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে তীব্র সংঘর্ষ চলছে বলে জানিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। শুক্রবার (২৫ জুলাই) রাতে সর্বশেষ আপডেটে দেশটির সেনাবাহিনী বলেছে, বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এরমধ্যে চং বক এলাকায় থাই বাহিনী ও কাম্বোডিয়ার সেনাদের মধ্যে ভারী কামানের গোলাবর্ষণ বিনিময় হয়েছে। চং আন মা অঞ্চলে কাম্বোডিয়ার হামলায় একটি ঘোড়ার ভাস্কর্যসহ আশপাশের কয়েকটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। চামটায় থাই সেনাবাহিনী পাল্টা জবাব দিতে ইনফ্যান্ট্রি ও ট্যাঙ্ক মোতায়েন করেছে এবং এলাকাটি পুনরুদ্ধারে সক্রিয় হয়েছে।

এছাড়া চং তা থাওয়ে কাম্বোডিয়া ১৫টি ট্যাঙ্ক মোতায়েন করে সেখান থেকে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। অপরদিকে খাও ফ্রা উইহান এলাকায় থাই বাহিনী শক্ত প্রতিরক্ষা অবস্থান বজায় রেখেছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে তারা।

অন্যদিকে ফু মাকুয়া পাহাড় এলাকায় নিয়মিত আর্টিলারি গোলাবর্ষণ ও হামলার ঘটনা ঘটছে। উভয় পক্ষই কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে। এগুলো ছাড়াও কয়েকটি জায়গায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

এদিকে উত্তেজনা বাড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আলোচনার পথ সরু হয়ে আসছে। ইতিমধ্যে থাইল্যান্ডের সীমান্তবর্তী আটটি বিভাগে সামরিক আইন জারি করা হয়েছে। এছাড়া গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version