খাগড়াছড়িতে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ‘বৈসু’ আজ থেকে শুরু হয়েছে। গঙ্গা পূজা এবং নারীদের পরিধেয় কাপড় রিনাই রিসা পানিতে ভাসিয়ে উৎসব শুরু করেছেন ত্রিপুরারা।
রবিবার (১৩ এপ্রিল) খাগড়াছড়ি বিভিন্ন এলাকায় প্রবাহমান ছড়া খালে গঙ্গা দেবির উদ্দেশ্যে নানারকম ফুল দিয়ে পূজা করেন ত্রিপুরারা। নিজস্ব পোশাকে দলবদ্ধ হয়ে নানা বয়সী ত্রিপুরা নারী-পুরুষ একত্রিত হয়ে পূজায় অংশ নেন।
ত্রিপুরারা হারি বৈসু, বৈসুমা, বিসি কাতাল নামে ‘বৈসু’ উৎসব তিন দিন পালন করেন। গঙ্গা পূজা এবং নতুন তৈরি নারীদের পরিধেয় কাপড়ের টুকরো নাদীর পানিতে ভাসিয়ে উৎসবের শুরু করা হয়। প্রতিটি পরিবার পাজনসহ সাধ্য মতো আয়োজন করেন। প্রতিটি গ্রামে গরয়া নৃত্য দল তাদের পরিবেশনা করেন। চলে অতিথি আপ্যায়ন। ত্রিপুরারা বছরের শেষ দিনে নিরামিষ খেলেও প্রথম দিন আমিষসহ নানা পদের আয়োজন থাকে।
খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকায় গঙ্গা পূজায় অংশ নেওয়া স্মৃতি ত্রিপুরা বলেন, ত্রিপুরাদের প্রধানত সামাজিক উৎসব বৈসু। বৈসুর প্রথম দিন গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা করি। বড়দের প্রণাম করি, প্রতিবেশী আত্মীয়স্বজনদের বাসায় বেড়াতে যাই। তিন দিন আমরা উৎসব করি।
এছাড়া আজ চাকমা সম্প্রদায়ের বিঝু’র দ্বিতীয় দিন ‘মূল বিঝু’ চলছে। ঘরে ঘরে অতিথি আপ্যায়ন করছেন চাকমারা। অতিথি আপ্যায়নে তাদের ঐতিহ্যবাহী খাবার পাজনসহ নানা ধরনের খাবার পরিবেশন করেন।
আগামীকাল খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব শুরু হবে। সাংগ্রাই উৎসবের মূল আকর্ষণ ‘জলকেলি’ বা পানি খেলা অনুষ্ঠিত হবে।