জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ‘ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ’ নামে নতুন সংগঠন তৈরি করা হয়েছে। এই সংগঠন কর্মীদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করবে। সংগঠন পরিচালনায় মঙ্গলবার (২২ জুলাই) সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আসাদুজ্জামান ভূঁইয়া আসাদকে (কর অঞ্চল-১০, ঢাকা) সভাপতি, মো. মইনুল করিমকে (কর পরিদর্শন পরিদপ্তর) সাধারণ সম্পাদক ও মো. শহিদুল আলমকে (এনবিআর) প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কমিটিতে ১০ জন করে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ১০ জন সহ-সভাপতি হলেন-শরীফ আহমেদ চৌধুরী (কর পরিদর্শন পরিদপ্তর); মো. সাইফুজ্জামান (এনবিআর); মো. আবু রাসেল (কাস্টমন অ্যান্ড ভ্যাট); নিবাস বাড়াই (কর অঞ্চল-১২); মো. সোহেল রানা (এনবিআর); মো. শরিফুল ইসলাম খাঁন (কর পরিদর্শন পরিদপ্তর); লক্ষীন্দর দেবনাথ (কর অঞ্চল ময়মনসিংহ); মো. মনির হোসেন (কর অঞ্চল-১১); মো. মঞ্জুরুল শাহীন (কর অঞ্চল ময়মনসিংহ); কামরুল হাসান পলাশ (কাস্টমস অ্যান্ড ভ্যাট)।
১০ জন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন-পলাশ চন্দ্র মন্ডল (কর পরিদর্শন পরিদপ্তর); ফয়সাল আহমদ (কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল); আকাশ চন্দ্র দেব (কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল); জাকির হোসেন (কর পরিদর্শন পরিদপ্তর); সুমন মিয়া (কর পরিদর্শন পরিদপ্তর); সজিব খান (কর পরিদর্শন পরিদপ্তর); মো. সাদ্দাম হোসেন (কর অঞ্চল-২, চট্টগ্রাম); মো. তরিকুল ইসলাম (কর অঞ্চল খুলনা); জোবায়ের আহমেদ (কাস্টমস অ্যান্ড ভ্যাট) ও রাজীব সরকার (কাস্টমস অ্যান্ড ভ্যাট)।
১০ জন উপদেষ্টা হলেন-জীবন কুমার চক্রবর্তী (এনবিআর); মুনজুরুল ইসলাম (এনবিআর); জাহাঙ্গীর আলম (কর অঞ্চল নারায়নগঞ্জ); সাজ্জাদ হোসেন (এলটিইউ); মো. আলমগীর হোসেন (কর অঞ্চল-২, চট্টগ্রাম); তোফায়েল হোসেন (কর অঞ্চল-১৩); মো. আল ইমরান (কর অঞ্চল খুলনা); মো. আতিকুল ইসলাম (কর অঞ্চল ময়মনসিংহ); শাহীন মিয়া (কর আপীল অঞ্চল-৪) ও আল আমিন (কাস্টমস অ্যান্ড ভ্যাট)।
কমিটির অন্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক আশেকে এলাহী (এনবিআর) ও মো. কাওছার আলম। দপ্তর সম্পাদক মো. সোহেল চৌধুরী (কর পরিদর্শন পরিদপ্তর); মো. লোকমান হোসেন (বিসিএস কর একাডেমি) ও এস এম জিয়াউল হাসান (কর অঞ্চল-৩, চট্টগ্রাম)। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহেল রেজা (এনবিআর); মো. আজিজ হাওলাদার (কর অঞ্চল-৬, ঢাকা); আরিফুল ইসলাম (এনবিআর); মো. এহসানুল হক নাইম (কর অঞ্চল-২০)। অর্থ সম্পাদক রিপন চাকমা (কর পরিদর্শন পরিদপ্তর)। সহ-অর্থ সম্পাদক হৃদয় সূত্রধর (কর অঞ্চল-২০)। সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান (কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল); বিধান সরকার (কর পরিদর্শন পরিদপ্তর); মো. মোস্তফা (এলটিইউ); আব্দুল্লাহ আল মামুন (কর অঞ্চল-৬, ঢাকা); মো. আসিফ রাহাত (কর অঞ্চল-১০); মো. আজিজুল ইসলাম (কর অঞ্চল-৬) ও সমীর দাশ (কর অঞ্চল-১০)। সহ-দপ্তর সম্পাদক মো. সাব্বির আহমেদ (কর পরিদর্শন পরিদপ্তর); শাহাদাত হোসেন রনি (কর অঞ্চল-৪, চট্টগ্রাম); ইব্রাহিম শরীফ (কর আপিল, খুলনা); মো. আক্তারুজ্জামান (কর অঞ্চল-১০), মো. আতাউর রহমান (আইআরডি); এস এস বাদল হোসেন (কর অঞ্চল বরিশাল) ও মো. আব্দুর রাজ্জাক (কর অঞ্চল-৫, ঢাকা)। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়জুল ইসলাম (ই-ট্যাক্স ম্যানেজমেন্ট); অতীন্দ্র হাজং (এনবিআর); আব্দুল গাফ্ফার (কর পরিদর্শন পরিদপ্তর); মো. আরিফুল ইসলাম (কর অঞ্চল-১৭); আয়শা সিদ্দিকা (কর অঞ্চল খুলনা); মো. জয়নাল আবেদীন।
মহিলা বিষয়ক সম্পাদিকা তাহমিনা মৌসুমী (কেন্দ্রীয় কর জরিপ); নমিতা রাণী (কর পরিদর্শন পরিদপ্তর); জান্নাতুল ফেরদাউস (কর অঞ্চল-২৩)। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আহমেদ (কর অঞ্চল কুমিল্লা) ও মাজহারুল ইসলাম (কর পরিদর্শন পরিদপ্তর)। ক্রীড়া সম্পাদক মো. শরিফুল ইসলাম (কর অঞ্চল-২০); বিপ্লব সরকার (কর পরিদর্শন পরিদপ্তর); রহিত মল্লিক (এনবিআর); মো. মাহিদুল ইসলাম (কর পরিদর্শন পরিদপ্তর)।
কমিটির সদস্যরা হলেন-মো. ইউনুছ আহমেদ (কর অঞ্চল বগুড়া), জয় রাম (কর অঞ্চল-২০), ওসমান ফারুক (কর অঞ্চল-১৬), রাশেদুল ইসলাম (কর অঞ্চল-১৭), ফোরকান (ই-ট্যাক্স ম্যানেজমেন্ট), শাহীন রেজা (এনবিআর), সুযশ চাকমা (কর অঞ্চল-২১), কাউসার আহমেদ (কাস্টমস অ্যান্ড ভ্যাট), আব্দুল আলীম (কাস্টমস অ্যান্ড ভ্যাট), রফিক সরকার সজিব (কাস্টমস অ্যান্ড ভ্যাট), অমিত সরকার (কাস্টমস অ্যান্ড ভ্যাট), বুলবুল আহমেদ (কাস্টমস অ্যান্ড ভ্যাট), অজল দেওয়ান (এনবিআর), মো. নাইমুল ইসলাম (কর অঞ্চল-১৫), রানা শেখ (কাস্টমস অ্যান্ড ভ্যাট), মাহবুব ই সানী (কাস্টমস অ্যান্ড ভ্যাট), আব্দুর রহমান (কাস্টমস অ্যান্ড ভ্যাট), হৃদয় সরকার (কাস্টমস অ্যান্ড ভ্যাট), হাফিজ আহমেদ (কাস্টমস অ্যান্ড ভ্যাট), আব্দুস ছালাম (কর পরিদর্শন পরিদপ্তর) ও মো. মঞ্জুর আলম (কর অঞ্চল-১৫)।