জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন আমাদের জীবন-মরণের চ্যালেঞ্জ। এটি সব মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের চ্যালেঞ্জের নির্বাচন। মিথ্যার বিরুদ্ধে সত্য, লুটপাটের বিরুদ্ধে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
শনিবার (৫ জুলাই) ফেনী শহরের কিং কমিউনিটি সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, আপনারা জামায়াতকে সমর্থন করেন না, কিন্তু বাংলাদেশকে তো সমর্থন করতে হবে। অন্যথায় আমরা যাবো কোথায়? আপনারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন না, কিন্তু সত্যকে তো সমর্থন করতে হবে। নীতিহীনতার বিরুদ্ধে, দুর্নীতি মোকাবিলা করে দুর্নীতিমুক্ত বাংলাদেশকে তো সমর্থন করতে হবে।
মৌলিক বিষয়ে দ্বিমত পোষণ করার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আসুন আমরা নীতিগত বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হই। এরপর যদি এটি মনে করেন যে- ‘এ’ পার্টি এটি পূরণ করবে, আপনারা তাকে সমর্থন দেন। যদি মনে করেন ‘বি’ পার্টি আরও বেটার (ভালো) হবে, তাহলে ‘বি’ পার্টিকে দেন। তারপর যদি মনে করেন ‘সি’ পার্টিকে দিয়েই একমাত্র সম্ভব, তাহলে তাদের সমর্থন দেবেন। কিন্তু মৌলিক বিষয়ে দ্বিমত পোষণ করার আমাদের কোনো সুযোগ নেই।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি এটিএম মাসুম।
ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম সামছুদ্দিন, অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন প্রমুখ।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।