স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’র রাঙা কাম্মা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে।
স্থানীয়দের সহায়তায় বর্তমানে মিশনারিস অফ চ্যারিটিতে আশ্রয়ে রয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। খন্দকার থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সম্প্রতি বর্ধমানের একটি এলাকায় দিশাহীনভাবে রাস্তায় ঘুরছিলেন সুমি। হঠাৎ বৃষ্টির কারণে আশ্রয়ের জন্য এক জায়গায় দাঁড়ালে স্থানীয়রা তার সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি অভিনেত্রী।
তবে তার ঠিকানা জানতে চাইলে, বিভিন্ন বিভ্রান্তিকর উত্তর দেন সুমি। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের তত্ত্বাবধানে তাকে মিশনারিস অফ চ্যারিটিতে রাখা হয়।
দীর্ঘদিন ধরে অভিনয় জগতে যুক্ত ছিলেন সুমি হর চৌধুরী। বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকের পাশাপাশি মঞ্চ নাটকেও নিয়মিত কাজ করতেন। ২০২৫ সালের জানুয়ারিতেও এক নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে কী কারণে তিনি বর্ধমান গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।
পরিবার বলতে রয়েছে তার একমাত্র মেয়ে, যার সঙ্গেও সম্পর্ক নেই বললেই চলে। মায়ের সঙ্গেও দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই তার। অভিনেত্রী টলিউডে কাজ করলেও কারো সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়নি, ফলে কেউ খোঁজও রাখছিলেন না তিনি কোথায় আছেন।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, সুমি নাকি বেশ কিছুদিন ধরে অতিরিক্ত নেশায় আসক্ত ছিলেন, যদিও এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি।
তবে ছোট পর্দার এই পরিচিত মুখের এমন পরিণতিতে হতবাক তার সহকর্মীরাও। অনেকেই প্রশ্ন তুলেছেন, কাজ না থাকলে কি শিল্পীরা এভাবে মূল্যহীন হয়ে পড়েন? বিনোদন দুনিয়ায় কি সত্যিই বন্ধুত্ব টিকে না?
অভিনেত্রী বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। তবে মানসিক অবস্থার উন্নতির জন্য তার পর্যাপ্ত সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আপাতত পুলিশের এবং স্থানীয়দের সহযোগিতায় সুমি মাথার উপর ছাদ পেয়েছেন। তবে কী কারণে তিনি এমন অবস্থায় পৌঁছালেন, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এর আগেও কাজের অভাবে মানসিক চাপে ভেঙে পড়তে দেখা গেছে বিনোদন দুনিয়ার বহু তারকাকে। কেউ লড়াই চালিয়ে যাচ্ছেন, কেউ আবার একেবারে দূরে সরে গেছেন ইন্ডাস্ট্রি থেকে। সুমির এই অবস্থার জন্য সত্যিই কি কাজের অভাব দায়ী, নাকি ব্যক্তিগত জীবনের কোনো অস্থিরতা? উত্তর এখনও মেলেনি। তবে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছে তার ভক্তরা।