ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি ‘চ্যাম্পিয়ন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পর্দাপন করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন মিমি। 

সম্প্রতি এ অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মাঝে সাদা শাড়ি পরে আবেদময়ী লুকে ধরা দিয়েছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, পরনে দুধ সাদা শাড়ি সঙ্গে রংমিলান্তি নেটের ব্লাউজ, হালকা মেকআপ-লিপস্টিক সঙ্গে খোলা চুল।

মিমির স্নিগ্ধতায় মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। তবে তার ক্যাপশন থেকে যেন নজর সরছে না নেটিজেনদের। ক্যাপশনে মিমি লেখেন, ‘চাঁদের আলো এবং স্মৃতিতে মোড়া।’ প্রশ্ন উঠছে, কার স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী? কাউকে কি তিনি মিস করছেন?

আবার নেটিজেনদের কেউ কেউ একধাপ এগিয়ে ভাবছেন, কারও সঙ্গে হয়তো চার হাত এক হতে চলেছে। এই নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে কেউ কেউ তো আবার এই ছবিগুলো যিনি তুলেছেন, তার কপাল নিয়ে হিংসা করছেন। বলছেন, ইসস! ক্যামেরার ওপ্রান্তে থাকতে পারলে কী না ভালো হত।

প্রসঙ্গত, গত মার্চ মাসেই মুক্তি পেয়েছে মিমি অভিনীত ‘ডাইনি’। সেই ওয়েব সিরিজ বহুল প্রশংসিত হয়েছে। ব্যতিক্রম শুধু পরমা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের ভিত্তিতে তৈরি হওয়া বিতর্ক। ঠোঁট ফিলার করিয়ে মিমির বিরুদ্ধে ভালো করে সংলাপ বলতে না পারার অভিযোগ এনেছিলেন পরমা।

Share.
Leave A Reply

Exit mobile version